আলোকিত জীবনের জন্য স্কাউটিং এ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট তেঘর বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত যমুনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের তিন দিন ব্যাপী গ্রুপ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত পুলিশ সুপার মো: নূরে আলম। যমুনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম বিট্টু সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন যমুনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু মহী উদ্দিন, রাজশাহী আঞ্চলিক স্কাউটসের উপ কমিশনার (প্রশিক্ষণ) রায়হানুল আলম, যমুনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা ও পানি উন্নয়ন বোর্ডের অবসর প্রাপ্ত প্রকৌশলী রফিকুল ইসলাম সৈকত। গ্রুপ ক্যাম্প পরিচালক বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তেঘর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছানোয়ার হোসেন, সদর উপজেলা স্কাউট সম্পাদক হাসানুজ্জামান প্রমূখ। পুলিশ সুপার নূরে আলম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সোনার মানুষ প্রয়োজন। সে কারনে সমাজে সোনার মানুষ তৈরির জন্য সৎ, যোগ্য, আদর্শ ও দক্ষ নাগরিক হিসাবে ভবিষৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে স্কাউটিংয়ের আদর্শকে ছড়িয়ে দিতে হবে। স্কাউটরা ৯৯৯ নং এ টোল ফ্রি কল দিয়ে সমাজ থেকে ইভটিজিং, মাদক, বাল্য বিয়ে বন্ধ ও নারী নির্যাতন প্রতিরোধেও স্কাউটদের সহযোগিতা কামনা করেন তিনি। গ্রুপ ক্যাম্পে ৬৫ জন স্কাউট ও গার্ল ইন স্কাউট , কর্মকর্তা অংশগ্রহণকরেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন