“আলমাস হোসেন”
(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম) :
সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিল সহ মোঃ বেলাল ওরফে বেলা (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট হতে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সাভারের আমিনবাজার চিশতিয়া পাম্প এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক বেলার ওরফে বেলা (৪৮) সাভারের আমিনবাজার বড়দেশী মোল্লাবাড়ী এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি র্দীঘদিন ধরে বিভিন্ন এলাকা হতে পাইকারি মূল্যে ফেনসিডিল ও ইয়াবা সহ নেশা জাতীয় মাদক দ্রব্য ক্রয় করে আমিনবাজার সহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল।
পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি ঢাকা-আরিচা মহসড়কের চিশতিয়া পাম্প এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ভ্রাম্যমাণ অবস্থায় মাদক ক্রয়-বিক্রয় করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়। পরে তার নিকট থাকা একটি চোটের বস্তা থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ দৈনিক দেশবাংলাকে বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।