,

কাশিমপুরে এক নারী ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪ ।

বিল্লাল হোসেন সাজু,”

(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম) :

গাজীপুর সিটির কাশিমপুর থানাধীন গত ৯/৯/২২ ইং শুক্রবার দিবাগত রাতের অভিযান চালিয়ে এক নারী ইয়াবা ব্যবসায়ীসহ চারজনকে গ্রেপ্তার করেছেন কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এস আই আবু হানিফ। এনায়েতপুর ৩নং ওয়ার্ড এলাকায় তাদের নিকট থেকে পৃথক পৃথক ভাবে জব্দ করা হয় একশত পিস ইয়াবা। গ্রেপ্তারকৃতরা হলেন আঃ জব্বার (৫৫) পিতা মোঃ প্রতাব আলী, তার স্ত্রী নুরজাহান (৪৭), মোঃ সোহেল মোল্লা পিতা মোঃ দুলাল মোল্লা, মোঃ মানিক মিয়া (২৮) পিং মৃত আবুল কাশেম, সাং হাজীপাড়া ৬নং ওয়ার্ড। অভিযান চলাকালে ঝর্ণা নামের এক কুখ্যাত নারী ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পরে তার নাম ঠিকানা সংগ্রহ করে জানা যায় তিনি গ্রেপ্তারকৃত জব্বর মিয়ার মেয়ে ও এলাকার চিহ্নিত সন্রাসী, মাদক সেবী, খুনের মামলা সহ একাদিক মামলার জেল খাটা দাগী আসামী আলতাব মিয়ার স্ত্রী।

কাশিমপুর থানা হওয়ার পর এ ধরনের অভিযান খুব একটা চোখে পরেনি। এ ব্যাপারে উক্ত থানার নতুন দায়িত্ব প্রাপ্ত তদন্ত ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সহ অপরাধ চক্রের সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না। সন্তুষ্ট চিত্তে এলাকাবাসী জানান মাদক সেবীদের যন্রনায় তারা অতিষ্ঠ, নিত্য নতুন চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও মুখ ফুটেকেউ কোন কিছু বলতে পারেনা,কারণ এদের শিকর অনেক গভীরে এদের বিরুদ্ধে কথা বললে নিজেরাই বিভিন্ন মামলা হামলার শিকার হতে হবে।


More News Of This Category