,

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২২-২৩ নির্বাচনী তফসিল ঘোষণা ।

বিল্লাল হোসেন সাজু”

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) :

শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রাজবাড়ী রোডস্থ চিকেন চিলি চায়নিজ রেষ্টুরেন্টে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা’ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সভাপতি মোঃ আকরাম হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ফরিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি এ্যাড দেওয়ান আবুল কাশেম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জজ কোর্টের এপিপি হাজী এ্যাড মোঃ আতাউর রহমান আকাশ, সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা এ্যাড লাবীব উদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম বাবু, জাতীয় কবিতা পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি কবি আবু নাসির খান তপন, বক্তব্য রাখেন ক্লাবের কার্যকরী সভাপতি কাজী মোঃ মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌফিক ইসলাম প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মামুন হোসেন আরাবি।
পরে এ্যাড মোঃ আতাউর রহমান আকাশ কে প্রধান নির্বাচন কমিশন করে ৪ সদস্য বিশিষ্ট ২০২২-২৩ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনী তফসিল ঘোষণা করে,
ক্লাবের প্রয়াত সকল সাংবাদিক সদস্যদের রুহের মাগফিরাত কমনায় দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিততে বার্ষিক সাধারণ সভায় প্রাণচাঞ্চল্য ফিরে আসে। বার্ষিক সাধারণ সভা সফল করার লক্ষ্যে সকাল থেকে সার্বিকভাবে সহযোগীতা করেন ক্লাবের সহসভাপতি মোঃ মনির হোসেন সরকার ও কোষাধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন।


More News Of This Category