কাঠমান্ডু (নেপাল), (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম): সাবিনা খাতুনের হ্যাট্রিকে আজ সাফ ওমেন চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ। এই নিয়ে ষষ্ঠবারের মতো সাফ ফুটবলে অংশ নিলেন বাংলাদেশ দলের স্ট্রাইকার সাবিনা খাতুন। অসাধারণ এই পারফর্মেন্সের নেপথ্যে নিজের বিগত দিনের অভিজ্ঞতাকেই এগিয়ে রেখেছেন তিনি।
আজ দশরথ রঙ্গশালায় ম্যাচ জয়ের পর উচ্ছসিত সাবিনা বলেন,‘ আসলে সব সময় বলি যে অভিজ্ঞতা একটা বড় ব্যাপার। আমার মনে হয় যে অভিজ্ঞতা আমার জন্য কাজে দিয়েছে। চেষ্টা করেছি মাঠে নিজের সর্বোচ্চটা দেওয়ার এবং সফল হয়েছি।’
সাবিনার ওই অভিজ্ঞতার প্রশংসা অবশ্য প্রতিপক্ষের কোচ আদিল রিজকিও করেছেন। বলেছেন,‘ সাবিনা অসাাধারণ একজন খেলোয়াড়। তিনি যে অভিজ্ঞতায় পরিপুর্ন সে বিষয়ে কোন সন্দেহ নেই। এটি ঠিক যে তার বিপক্ষে পরিকল্পনা করে কিছু করা কঠিন। তার পরিকল্পনার কাছে আমরা পরাজিত হয়েছি।’
প্রতিপক্ষ দলের কোচের প্রশংসার কথা শুনে সাবিনা বলেন,‘ প্রতিপক্ষ কোচ যদি বলে থাকেন যে আমার বিপক্ষে কোনো পরিকল্পনা কাজে আসেনা। তাহলে বলতে হয় সেটা অবশ্যই আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়।’
নিজের এমন পারফর্মেন্সের পরও পরিপুর্ন তৃপ্ত নন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন,‘ এজন নিবেদিতপ্রান খেলোয়াড় কখনোই শতভাগ সন্তুস্ট থাকতে পারেন না। সব সময় মনে হয় আরো ভালো করা উচিৎ ছিল। আমার ক্ষেত্রেও তাই। চেস্টা থাকবে আগামীতে আরো ভালো কিছু করার।’
তবে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকসহ ম্যাচ জয়ের পর বেশ ভালো লাগছে বলে জানিয়েছেন সাবিনা। তিনি বলেন,‘ আমাদের প্রথম লক্ষ্য ছিল ম্যাচ জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করা। শেষ পর্যন্ত সেটা নিশ্চিত করেছি। আমরা সব সময় দেখি ভারত ও নেপাল কঠিন দল। কিন্তু আমাদেরও একটা লক্ষ্য আছে। আশা করি টুর্নামেন্টে ভালো খেলার সঙ্গে সঙ্গে এবার দেশবাসীকে একটা ভালো কিছু উপহার দিতে পারব।’