“বিল্লাল হোসেন সাজু”
(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম):
গৌরবের চার বছর এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে।
এ উপলক্ষে গাজীপুর জেলা পুলিশ লাইনস ময়দানে থেকে এক বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়।
এছাড়া নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলামের সভাপতিত্বে নাগরিক সম্মেলন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামান এমপি ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্যরাখবেন বাংলাদেশ পুলিশের আইজিপি ডঃ বেনজীর আহমেদ ,এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল ,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আক্তার হোসেন।
উল্লেখ্য ২০১৮ সালের ১৬ই সেপ্টেম্বর আটটি থানা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হয় ।থানা গুলি হল গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ,বাসন থানা ,কোনাবাড়ি থানা ,কাশিমপুর থানা ,গাছা থানা ,পুবাইল থানা ,টঙ্গী পূর্ব থানা ও টঙ্গী পশ্চিম থানা ।