” আলমাস হোসেন”
(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) :
সাভারের আশুলিয়ায় এক গৃহকর্মীকে (১৭) নির্যাতনের মামলায় অভিযুক্ত গৃহকর্ত্রীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি পুলিশ। আদালত তাকে কারাগরে প্রেরণের আদেশ দেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিতে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর রাতে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে গতকাল শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়। তারআগে গত ১৪ সেপ্টেম্বর ওই গৃহকর্মীকে খুনতি দিয়ে ছ্যাকা সহ বেধড়ক মারধরের পর তার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতার ববিতা আক্তার মুক্তা (২৯) বাগেরহাট জেলার মংলা থানার কচুবুনিয়া সিকদার বাড়ি এলাকার মৃত ইউনুছ আলী সিকদারের মেয়ে। তিনি বর্তমানে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকায় বসবাস করে আসছিলেন। ভুক্তভোগী গৃহকর্মীর গ্রামের বাড়ি একই স্থানে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহকর্মী গত ৭-৮ বছর ধরে অভিযুক্ত মুক্তার বাসায় কাজ করে আসছিলো। ছোট-খাটো বিষয়ে বিভিন্ন সময় তাকে গালিগালাজসহ খুনতি, হাতুড়ি ও প্লাস দিয়ে নির্যাতন করা হতো। গত ৬ মাস আগে আগে হাতুড়ি দিয়ে পিটিয়ে মুখের ৩ টি দাঁত ভেঙ্গে দিয়েছি। সবশেষ গত ১৪ সেপ্টেম্বর খুনতি দিয়ে বেধড়ক মারধর করে আহত করে। পরে গতকাল বৃহস্পতিবার থানায় এসে ভুক্তভোগী জানায়। পরে তাকে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে ভুক্তভোগীর বাবা গ্রাম থেকে এসে বাদী হয়ে মুক্তাকে আসামী করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, তদন্ত করে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগীর শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।