,

সাভারে পোশাক শ্রমিকের মাথা ন্যাড়া করে দিলেন যুবলীগ নেতার ছেলে

“আলমাস হোসেন”

(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম) :

সাভারে পূর্ব শত্রুতার জেরে মো. সুমন মিয়া (২০) নামের এক শ্রমিককে পিটিয়ে মাথ্যা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। তারা মাথা ন্যাড়া করে দিয়েন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেলের ছেলে আহমেদ ফয়সাল নাইম তুর্য্য।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এব্যাপারে তুর্য্যসহ তার সহযোগীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই পোশাক শ্রমিক।

ভুক্তভোগী সুমন বরিশাল জেলার পাতারহাট থানার পূর্ব সাক্ষী গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে সাভারের ইমান্দিপুরে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করেন।

অভিযুক্তরা হলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেলের ছেলে আহমেদ ফয়সাল নাইম তুর্য্য (৩০), ইমান্দিপুর এলাকার মোখলেসের ছেলে বিল্লাল হোসেন (২৩), চাঁন মিয়া (২৩), অনিক (২৬)। তারা সবাই সাভারের ইমান্দিপুর এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তরা পোশাক শ্রমিক সুমনের সাথে শত্রুতা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে অভিযুক্ত হালিম ভুক্তভোগীকে তুর্য্যদের বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকে বাকি অভিযুক্তরা অবস্থান করছিলেন। সুমন ডেকে নেওয়ার কারন জানতে চাইলে তুর্য্য তার হাতে থাকা লোহার স্প্রিং দিয়ে তার হাঁটুসহ হাঁটুর ওপরে আঘাত করে মারাত্মকভাবে আহত করেন। অন্যান্য অভিযুক্তরা তাকে মাটিতে ফেলে কিল-ঘুষি মারেন ও জোরপূর্বক মাথার চুল কেটে মাথা ন্যাড়া করে দেন। পরে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে তাড়িয়ে দেন। তুর্য্যদের বাসা থেকে অনেক কষ্টে বের হয় স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন। আজ ভুক্তভোগী সুমন সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে মুঠোফোনে অভিযুক্তের বাবা যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই যুবকের চুল আমার পরিবারের সদস্য কেটে দিয়েছে এটা আপনি কিভাবে জানলেন। এমন প্রশ্ন করে তিনি ফোন রেখে দেন।

এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।

পরে থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ডিউটিতে অনেক দূরে রয়েছি। বিষয়টি সম্পর্কে জানা নেই। তবে সাভার মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সজল খাঁন জানান, আজ দুপুরে এব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের তদন্ত করবেন উপপরিদর্শক এসআই রুবেল। তবে তিনি আজ ভিআইপি ডিউটিতে ছিলেন। তিনি আসলে তাকে অভিযোগের কপি দেওয়া হবে।


More News Of This Category