“আলমাস হোসেন”
(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) :
সাভারের আমিবাজার এলাকায় পৃথক জায়গায় অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেড় কেজি গাজা, ছাপান্ন পিস ইয়াবা ও ছয় গ্রাম হেরোইন জব্দ করা হয়।
মঙ্গলবার(২০ই সেপ্টেম্বর) বিকেলে সাভার থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক(এস.আই) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে আজ ভোরে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- মোছাঃ রহিমা বেগম (৪২), তিনি মানিকগঞ্জের দৌলতপুরের মোঃ আলম ওরফে আলোর স্ত্রী।
তিনি আমিনবাজার বড়দেশি পশ্চিম পাড়া সাত্তার মিয়ার বাড়ীতে ২০ বছর যাবত ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।
মোছাঃ হাজেরা বানু ওরফে ওজুফা (৫৫), তিনি দিনাজপুরের বীরগঞ্জের মোঃ আঃ গফুর মোল্লার স্ত্রী। তিনি আমিনবাজার বড়দেশি পশ্চিম পাড়ার টুটুল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
মোঃ মোসলেম উদ্দিন(৫৫), তিনি সাভার থানাধীন আমিনবাজারের সালেহ পুর, পূর্বপাড়া এলাকার
মোঃ আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ জানায়, আজ(২০ ই সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোছাঃ রহিমা বেগম ও মোছাঃ হাজেরা বানুকে সাভার থানাধীন বড়দেশী পশ্চিমপাড়া ছাত্তার মিয়ার বাড়ির গলি থেকে আটক করা হয়। আর মোঃ মোসলেম উদ্দিনকে সাভার থানাধীন আমিনবাজার এলাকার ঢাকা-চন্দ্রা মহাসড়কের আশা হোটেলের সামনে থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা,হেরোইন ও গাজা জব্দ করা হয়।
সাভার থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক(এস.আই) হারুন অর রশিদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।