,

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ঢাকা জেলা পুলিশ সর্বদা তৎপর

*আলমাস হোসেন*

(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম)

মাদক ও কিশোর গ্যাংসহ যেকোনো অপরাধ দমনে ঢাকা জেলা পুলিশ সর্বদা তৎপর বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার(এসপি) মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) বৃহস্পতিবার(২২ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়া থানা আয়োজিত ‘ওপেন হাউজ ডে’তে সাংবাদিক ও জনসাধারণের সাথে মতবিনিময় কালে  একথা বলেন তিনি।

পুলিশ সুপার বলেন, বর্তমানে মাদক এবং কিশোর গ্যাং প্রত্যেকটা এলাকার জন্য সমস্যা হয়ে দারিয়েছে । এর কারণে পরোক্ষভাবে চুরি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়। তাই মাদক ও কিশোর গ্যাং নির্মূলে ঢাকা জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

তিনি বলেন, সাংবাদিকদের নিউজের কারনে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য  জানতে পারি। যার ফলে সেই বিষয়ে আমরা সহজেই ব্যবস্থা নিতে পারি। ইতিমধ্যে আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকার চুরি, ছিনতাই, ডাকাতির সমস্যা আমরা নিউজের মাধ্যমে জেনে যথাযথ ব্যবস্থা নিয়েছি।

প্রশ্নোত্তর পর্বে তিনি আরও বলেন, ফুটপাত ও মহাসড়ক থেকে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের নির্বিগ্নে চলাচলের ব্যবস্থা করা হবে। আমি বিশ্বাস করি, পুলিশ-জনগন একসাথে কাজ করলে যেকোনো ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউ.এন.ও) মাজহারুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আমিনুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান, ওসি(তদন্ত) জিয়াউল ইসলাম আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। এছারা আরও উপস্থিত ছিলেন,  স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।


More News Of This Category