,

চাঁদপুরে ৩০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

চাঁদপুর, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র  আজ ৩০জন প্রতিবন্ধী মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছে।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সামনে সকালে হুইল চেয়ার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।
এ সময় উপস্থিত চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ ।
এছাড়াও চাঁদপুর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা সুমন নন্দীসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এরপরে বিভাগীয় কমিশনার চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত ২০২১-২০২২ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এরপর বিভাগীয় কমিশনার জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।


More News Of This Category