নিজস্ব প্রতিবেদক,
(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম):
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে “বঙ্গবন্ধু গোল্ডকাপ-২০২২” এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
এতে “জয় বাংলা” একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে “অনির্বাণ-৪৮” একাদশ। বিজয়ী দলের একটি গোল করেন শিপু এবং অন্যটি করেন হিটলার রানা।
আজ শনিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সিডনি ফিল্ডে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সাংসদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম, প্রো-উপাচার্য শেখ মঞ্জুরুল হক, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ রহল কাফি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন প্রমুখ।
িএ সময় প্রতিমন্ত্রী এনামুর রহমান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সোনার ছেলে প্রয়োজন। আর সোনার ছেলে হতে গেলে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। বিশ্বাবদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলার যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রশংসনীয়।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের যে প্রান্তে যাই, সে প্রান্তের ওসি, এসপি, ডিসি বেশিরভাগই জাহাঙ্গীরনগরের।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তাকে গণভবনে ডেকে আবারও সাভার-আশুলিয়ার জন্য প্রার্থী মনোনীত করেছেন জানিয়ে তিনি সবার কাছে সমর্থন কামনা করেন।