“তারিকুল জুয়েল”
(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) :
গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন।
মঙ্গলবার দুপুরে তিনি এ হাসপাতালের
প্রসূতি ও শিশু ওয়ার্ড, ক্রিটিকেল কেয়ার ইউনিট, ল্যাবরেটরী সার্ভিস, মলিকরলার বায়োলজি ল্যাবরেটরীসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এসময় ইনডোর আউটডোর রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজ খবর নেন।
হাসপাতালের পরিবেশ ও সেবা নিয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন, তবে আশপাশের অন্যান্য হাসপাতালের থেকে খরচ বেশী বলে তারা জানান।
এসময় অসহায় রোগীদের ৩০% ছাড়ের কথা জানান তিনি।
পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকের বলেন, হাসপাতলের বিভিন্ন ওয়ার্ড ঘুরে যা দেখলাম, তাতে চিত্রটা খুবই ভালো। আগের থেকে রোগীও অনেক বেশি হয়েছে।
এর আগে তিনি হাসপাতালে যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা নিজেরা উপস্থিত থাকবেন। যন্ত্রপাতি সচল রাখবেন। হাসপাতাল পরিস্কার রাখবেন। যারা সেবা নিতে আসবে তাদের উন্নত সেবা দেওয়ার চেষ্টা করবেন।