,

কাশিমপুর কারাগারে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর আত্মহত্যা

“তারিকুল জুয়েল”

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) :

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদন্ড প্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার সকালে ওই কয়েদী ফ্যানের সাথে ফাঁসিতে আত্মহত্যা করেন।
কারা কর্তৃপক্ষ জানায়, সে মানসিকভাবে অসুস্থ ছিলেন । বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে হাই সিকিউরিটি কারাগারে ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে কারাবন্দী ওই কয়েদী । কারা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎক তাকে মৃত্যু ঘোষণা করেন। নজরুল ইসলামের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় ২০১৭ সালে ৩৬৪/৩০২/২০১ দন্ডবিধি মামলা ছিল।
এ ঘটনায় এক কারারক্ষী প্রত্যাহার ও দুইজনের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে । নিহত কয়েদী নজরুল ইসলাম (৩০) কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার পাবদা গ্রামের সোহরাব উদ্দীনের ছেলে ।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, এঘটনায় রফিকুল ইসলাম নামে এক কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে । এছাড়াও আরও দুই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।


More News Of This Category