পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরিতে একজন সাংবাদিকের সাধারণ বোধ, প্রতিনিয়ত জ্ঞানের পরিধি বৃদ্ধির চেষ্টা, সাহস ও ধৈর্য থাকা অপরিহার্য। তিনি বলেন, অনুসন্ধানী প্রতিবেদন তৈরি এক ধরণের গবেষণাধর্মী কাজ। কারণ পুরাতন তথ্য বিশ্লেষন করে, প্রকৃত সত্য ঘটনাকে তুলে আনতে রীতিমত গবেষণার প্রয়োজন হয়। তা না হলে, অনুসন্ধানী প্রতিবেদনটি অসম্পূর্ণ থেকে যায়।
পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক মো. শাহ আলমের সমন্বয়ে প্রশিক্ষণে মোট ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।