,

সাভারে দু’দিনব্যাপী তথ্য মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সেবা প্রদান

 “পুষ্প চৌধুরী”

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কক) :

‘তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই স্লোগানে সাভার উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকালে মেলার উদ্বোধন করে প্রশাসন। এতে সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানের মত অংশগ্রহণ করে নাগরিকদের তথ্য সেবা দিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৫টা প্রর্যন্ত মেলা চলবে। সাভার উপজেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর যৌথ উদ্যোগে চলছে এই মেলা। তথ্য অধিকার আইনের প্রচারণার অংশ হিসেবে জনসাধারণের কাছে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যানকে প্রধান অতিথি করা হয়। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অতিথিবৃন্দ উদ্বোধন পরবর্তী স্টল পরিদর্শন করেন।

বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় সনাক, টিআইবি ও পুলিশের পক্ষ থেকে আলাদা আলাদা বক্তব্য রাখেন সাভার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দীপক রায়, সাভার কলেজ ছাত্র সংসদের প্রতিষ্ঠাকালীন ভিপি শওকত মাহমুদ এবং সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার নাগরিকদের অবাধে তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে টোল ফ্রি জরুরি সেবা কল নম্বর চালু করেছে। নির্দিষ্ট নাম্বারে ফোন দিয়ে যে কোনো ব্যক্তি যে কোনো সময় প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। পাশাপাশি সরকারি ওয়েব পোর্টালেও তথ্য উন্মুক্ত আছে বলেও জানান তারা।

সনাক ও টিআইবির পক্ষ থেকে সব দপ্তরকে আন্তরিকতার সঙ্গে জনগণকে তথ্য প্রদানের তাগিদ প্রদান করা হয়। সরকারি দপ্তরের প্রধানদের জনগণের সঙ্গে হাসিমুখে তাদের যে কোনো সমস্যা শুনার আহ্বান জানিয়ে কোনো নাগরিক যেন কোনো দপ্তর থেকে তথ্য না পেয়ে ফিরে না যান সে বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক ইন্টেলিজেন্স আব্দুল্লা বিশ্বাস তার বক্তব্যকালে অনলাইন জিডি, জাতীয় জরুরী পরিসেবা ৯৯৯, নারী ও শিশু নির্যাতন দমন, মাদক প্রতিরোধ, অনলাইনে সহজে পুলিশ ক্লিয়ারেন্স ও বিভিন্ন আইন-শৃঙ্খলা সংক্রান্ত তথ্য সেবা প্রদান করেন।

এছাড়াও মেলায় অন্যান্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের তথ্য সেবা প্রদানের জন্য অংশগ্রহণ করেছে। মেলায় তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ ও তথ্য প্রাপ্তিতে সহায়তা, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।

সোহেল রানা
সাভার, ঢাকা।
01830005949


More News Of This Category