“তারিকুল জুয়েল”
গাজীপুর, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) .
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন একটি স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে প্রতিভা স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এ উৎসবে শিক্ষার্থীদের ১০ টি স্টলের মাধ্যমে বিভিন্ন রকমারি দেশী পিঠা প্রদর্শনীর আয়োজন করা হয়। শীতকালীন এ পিঠা উৎসবকে ঘিরে প্রতিভা স্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বাহারি রকমের দেশী পিঠার প্রদর্শনী করে। বাংলাদেশের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে প্রতিভা স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় এ উৎসব অনুষ্ঠিত হলো।
স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাজেদুর রহমান সাজু বলেন, বাহারি ডিজাইনের দেশী পিঠা প্রদর্শনীর মাধ্যমে শিশুদের দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানোই আমার মূল উদ্দেশ্য।
এ উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কাউসার আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। পরে স্কুলের শিক্ষক ও অতিথিরা পিঠার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পিঠা খান।