,

চট্টগ্রামে সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৮

চট্টগ্রাম, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : চট্টগ্রামের চান্দগাঁও থানার বলিরহাটে সেপটিক ট্যাংক বিস্ফোরণে আটজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে বলিরহাট মকবুল হাজীর বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার এসআই রেজাউল করিম বলেন, সেপটিক ট্যাংক বিস্ফোরণে আহত আটজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আহতরা হলেন- মামুনা আক্তার (৬০), ডলি আক্তার (৩৫), জোছনা আক্তার (১৮), মহিম (১০), নূরনাহার খাতুন (৫০), রীনা আক্তার (১৬), হৃদয় (১৭) ও লাবণী (১০)।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, গ্যাসের লাইনে লিকেজ হয়ে পাশের একটি সেমিপাকা ঘরের সেপটিক ট্যাংকে গিয়ে গ্যাস জমে বিস্ফোরিত হয়। এতে ওই সেমিপাকা ঘর ও পাশের একটি ভবনের দেয়ালধসে ৮ জন আহত হন। উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে।


More News Of This Category