(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গৌরব ও সাফল্যের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল বৃহস্পতিবার সকালে সেখানে বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। সেই সঙ্গে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।