সাভার, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪ ডট কম) :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার সাভারে উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। রাত বারটা এক মিনিটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহাসহ বিভিন্ন স্তরের সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
একুশের প্রথম প্রহরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান শ্রদ্ধা নিবেদন করতে এসে বলেন, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহারে দেশের মানুষকে অনুশীলণ করতে হবে। যারা বুকের তাঁজা রক্ত দিয়ে বাংলা ভাষা প্রতিষ্ঠা করেছেন তাদের রক্তের ঋণ শোধাতে হবে।
সোভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব বলেন, বাংলা ভাষার জন্য যারা নিজেদের বুকের তাঁজা রক্ত ঢেলে দিয়েছেন তাদের ঋণ আমরা কখনও শোধ করতে পারবো না। বাংলা ভাষার চর্চ্চা করে বাংলাকে বিশ্বব্যাপী তুলে ধরতে হবে।
রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ শহীদ বেদীতে সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সকলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, যুবলীগ নেতা হাজী মোশারফসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাগরণী থিয়েটার, বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
রাত ১২টা ১ মিনিটে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি। এ সময় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সাভারের বিভিন্ন বিদ্যালয়ে সকাল থেকে বিভিন্ন কমর্মসূচীর মধ্য দিয়ে অমর ২১ পালিত হয়।