,

২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : মোসলেম উদ্দিনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। 

আজ বুধবার সকালে কমিশন বৈঠক শেষে নির্বাচনের তপশিল ঘোষণা করেন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।

ঘোষিত তপশিল অনুযায়ী, মনোয়পত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ। মনোনয়ন বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র আবেদন প্রত্যাহার ৫ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৬ এপ্রিল। এ ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হবে ৷ তবে এ আসনে সিসি ক্যামেরা থাকবে না।গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন।


More News Of This Category