,

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সাতক্ষীরা প্রতিনিধি, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। তার মৃত্যু গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শংকরপুর গ্রামের লিয়াকত আলীর দোকান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য ইমরান হোসেন (২৫)  কলারোয়া উপজেলার জালালবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের মোনায়াম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, রাঙ্গামাটি জেলায় কর্মরত পুলিশ সদস্য (কনস্টেবল) ইমরান হোসেন নিজ বাড়িতে এসে মোটরসাইকেলযোগে সিংহলাল বাজারের অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ তিনি মারাত্মক আহত হন।

আহত অবস্থায় কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

নিহতের মোটরসাইকেলে থাকা অপর আরোহী নয়ন হোসেনকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে বলে জানা যায়।  দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, কলারোয়ার সন্তান ইমরান হোসেন গত ১০ দিন আগে রাঙ্গামাটি জেলার তগোলছুড়ি থানা থেকে ছুটি নিয়ে উপজেলার শংকরপুর গ্রামের বাড়িতে এসেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।


More News Of This Category