(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) :
বাংলাদেশ সেনাবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সাভার সেনানিবাসের নয় পদাতিক ডিভিশনের শহীদ লেটেন্যান্ট তৌফিক মাল্টিপারপাস ট্রেনিং সেডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় ৯ পদাতিক ডিভিশন এবং ১১ পদাতিক ডিভিশন।
গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কিউ এম জি লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক।
প্রতিযোগিতার মাধ্যমে সেনা বাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, খেলাধুলার মান উন্নয়ন এবং খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পারিক সৌহার্দ্য মজবুত করার লক্ষ্যে এ আয়োজন