,

পপুলার এন্টারপ্রাইজের পক্ষ থেকে সেভেন রিংস সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আলী পাশা মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন জানিয়েছেন মোঃ নুরুল ইসলাম

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম)
বাংলাদেশের বৃহৎ শিল্প জগতের একমাত্র সুনামধন্য , বিচক্ষন , মেধাবী ব্যক্তিত্ব , সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও শুন শিং গ্রুপের সম্মানিত ও গুণান্বিত সহ প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী পাশা গত ২৪ ফেব্রুয়ারী , ২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন ) বৃহৎ এই শিল্প জগতের মহিমানিত্ত সিংহ পুরুষ হিসাবে জনাব মোহাম্মদ আলী পাশা এর নাম বাংলাদেশের সিমেন্ট ইন্ডাস্ট্রি জগতের সাথে সম্পৃক্ত প্রতিটি মানুষের অন্তরে ও হৃদয়ে শ্রদ্ধার সহিত মনে থাকবে । তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব । তাহার মৃত্যুতে হংকং সহ বাংলাদেশের একজন গুনিজন কে হারালেন ।
বিশেষ করে আমার ব্যবসায়িক জীবনের গুণান্বিত শিক্ষক ছিলেন জনাব মোহাম্মদ আলী পাশা স্যার । তাহার নিকট হতে আমি ব্যবসায়িক বিষয়াদি অনেক কিছু শিখতে পেরেছি । অত্র এলাকায় ( সাভার , আশুলিয়া , ধামরাই এবং মানিকগঞ্জ ) আমার প্রতিষ্ঠান মেসার্স পপুলার এন্টার প্রাইজের খ্যাতি ও সুনাম রয়েছে , আর এই খ্যাতি ও সুনাম অর্জনের অবদানে এক মাত্র ব্যক্তি ছিলেন জনাব মোহাম্মদ আলী পাশা স্যার । ব্যক্তিগত জিবনেও তিনি আমার প্রতি এতোটাই আন্তরিক ছিলেন যে , তাহার শত ব্যস্ততার মাজেও আমার ব্যবসায়িক বাৎসরিক হালখাতা অনুষ্ঠানে নিজে স্বশরীরে উপস্থিত থাকতেন । আমি মহান সৃষ্টিকর্তার কাছে মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করছি সেই সাথে তাহার শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও শুভানুধায়িদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি । মহান সৃষ্টিকর্তা তাহাকে জান্নাতবাসী করুন । আমিন । মোঃ নুরুল ইসলাম স্বত্বাধিকারী, মেসার্স পপুলার এন্টার প্রাইজ ডিলারঃ সেভেন রিংস সিমেন্ট ( সাভার ও আশুলিয়া )

 

 


More News Of This Category