ঢাকা, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের কুস্তিতে আধিপত্য দেখাচ্ছে রংপুর বিভাগ। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত আজ সকালে তিন ইভেন্টের মধ্যে দুটি করে স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছে রংপুর বিভাগ।
তরুণীদের ৩৬-৪০ ওজন শ্রেণীতে রংপুরের দিপ্তী রায় স্বর্ণ, খুলনার সোহেলা খাতুন রৌপ্য এবং চট্টগ্রামের ফাইমুই চিং মারমা ও রংপুরের বৃষ্টি চক্রবর্তী ব্রোঞ্জ জিতেছেন।
তরুণদের ৪১-৪৫ কেজিতে রাজশাহীর সিফাতল্লাহ স্বর্ণ, খুলনার আরিফুল ইসলাম রৌপ্য এবং চট্টগ্রামের আমিনুর রহমান ও রংপুরের আকাশ রহমান ব্রোঞ্জ জয় করেন। তরুণদের ৪৮ কেজিতে রংপুরের মহেশ্বর চন্দ্র স্বর্ণ, খুলনার হাসান শিকদার রৌপ্য এবং খুলনার রাকিব ও ঢাকার আরিফুল ইসলাম ব্রোঞ্জ পদক জয় করেছেন।