,

জলসিঁড়ির’ “কার্যকরী কমিটি গঠন

” আশরাফুল ইসলাম”

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ির’
“কার্যকরী কমিটি ২০২৩-২০২৪” ঘোষনা করা হয়েছে। ফাইরুজ সাজিদা তাজরিন ও আকাশ মন্ডল কে সভাপতি এবং সাদ্দাম হোসাইন রোহানকে সাধারন সম্পাদক করে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে সংগঠনটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন রাহাতুল ফেরদৌস রাত্রী। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রনি হায়দার তূর্য এবং দুর্জয় বসাক।

অর্থ সম্পাদক মো. ফেরদৌস, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুষার শিকদার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ করিম পাটোয়ারী রুপম, দপ্তর সম্পাদক ধীরাজ রায়, পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান মনির।

প্রসঙ্গত, ‘আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মত সৃষ্টিশীল হতে চাই’- এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে জলসিঁড়ি তার যাত্রা শুরু করে ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর।

এছাড়া কমিটির উপদেষ্টামন্ডলীতে আছেন খালেদ হোসাইন, কামরুজ্জামান মনির, সাকিরা সুলতানা মুক্তা, তমাল ফারজান। কার্যকরী সদস্য হিসেবে আছেন তপু চন্দ্ৰ দাস,প্রমা রাহা, সুরভী চক্রবর্তী, শ্বাশত প্রামানিক।


More News Of This Category