রাঙ্গামাটি, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : যথাযোগ্য মর্যাদায় রাঙ্গামাটিতে আজ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
সকালে সূর্যোদয়ের সাথে সাথে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।
সরকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধরী, পুলিশ সুপার মীর আবু তৈাহিদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া রাঙ্গামাটি জেলা প্রশাসনের সকল দপ্তর, রাঙ্গামাটি প্রেস কøাব, সাংবাদিক ফোরাম, বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া রাঙ্গামাটির সিও অফিস এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং রাঙ্গামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে কুচকাওয়াজসহ কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলার ১০টি উপজেলায় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে।