,

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান সমূহের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভাঃ

“মোহাম্মদ আলী সীমান্ত”

(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : 

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান সমূহের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভাঃঢা ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে সাভার মডেল থানা পুলিশ কর্তৃক আয়োজিত সাভারের থানা রোডে মামুন কমিউনিটি সেন্টারে, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা পিপিএম এর সভাপতিত্বে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান সমূহের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল্লাহিল কাফি পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অপস্ এন্ড ট্রাফিক-উত্তর, ঢাকা। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আর্থিক প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তায় পুলিশ সর্বদা প্রস্তুত আছে। এছাড়া পণ্য পরিবহন ও নগদ টাকা বহনের ক্ষেত্রে কুইক রেসপন্স টিম কাজ করবে। এ সময় তিনি বড় ধরনের লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেয়ার পরামর্শ প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল ঢাকা। এ সময় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।


More News Of This Category