,

চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : রাজধানীর চকবাজারে একটি ভবনে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট- দ্রুত ঘটনাসস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আজ দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম আগুন নিয়ন্ত্রনে আনার বিষয়টি এবিসি ওয়ার্ল্ড নিউজকে নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর চকবাজার বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি বহুতল ভবনের গোডাউনে আগুন লেগেছে।
লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের  হেডকোয়ার্টার থেকে ৪ টি ও লালবাগ থেকে ২ টিসহ মোট ৬ ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন  নিয়ন্ত্রণে আনতে  কাজ শুরু করে। দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাপ জানা যায়নি।  প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ফায়ার সার্ভিস বলছে,  সিগারেটের আগুন, কিংবা বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।


More News Of This Category