,

কে হচ্ছেন নৌকার মাঝি, মনোনয়ন সভায় নির্ধারণ আজ

“তারিকুল জুয়েল, গাজীপুর”

গাজীপুরসহ ৫ সিটি কর্পোরেশনে মেয়র পদে মনোনয়নের জন্য গণভবনে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বসছেন আজ। খুলনা, বরিশাল ও রাজশাহীতে বর্তমান মেয়রদের মনোনয়ন প্রায় নিশ্চিত হলেও ঝুলে আছে গাজীপুরে নৌকা প্রত্যাশীদের ভাগ্য। আজকের বৈঠকেই নির্ধারণ হবে গাজীপুরে নৌকার মাঝি হচ্ছেন কে। নৌকার মাঝি হওয়ার আশায় ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুনসহ ১৭জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিলেও প্রচার প্রচারণায় এগিয়ে ২০১৩ সালে অনুষ্ঠিত প্রথম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, ২য় নির্বাচনে ২০১৮ সালে নৌকার বিজয়ী মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল।
আজমত উল্লাহ খান ও জাহাঙ্গীর আলমের মধ্য থেকেই নৌকার মাঝি করার সম্ভাবনা রয়েছে বলে জানাগেছে। আজমত উল্লাহ প্রায় ১৭ বছর টঙ্গী পৌরসভার মেয়র ছিলেন। সুযোগ্য নেতৃত্ব, স্থানীয় নেতাদের সাথে সুসম্পর্ক, টঙ্গীর নিজস্ব ভোট ব্যাংক ও ক্লিন ইমেজ তার ভরসা। অন্যদিকে তরুণদের বিশাল অংশ, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের একটা অংশ ও ভাসমান ভোটাররা রয়েছে জাহাঙ্গীরের পক্ষে। সেই সাথে ৬১ জন কাউন্সিলরসহ জাহাঙ্গীরের রয়েছে বিশাল কর্মী বাহিনী। বিএনপি প্রার্থী না দিলে সেক্ষেত্রে আজমত উল্লাহ নৌকার মনোনয়ন পেলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন জাহাঙ্গীর। সেক্ষেত্রে বিএনপির সিংহভাগ ভোট পড়বে তার বাক্সে।
এ নির্বাচনে অন্যান্য দলের মাঠে তৎপরতা দেখা গেলেও বিএনপির কোন তৎপরতা দেখা যায়নি, তবে কাউন্সিলর পদে অনেকেই লড়বেন বলে জানা গেছে।
ইসি ঘোষিত তফসিল অনুসারে ২০২৩ সালের ২৫ মে ভোট গ্রহন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল, বাছাই ৩০ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ৮ মে ও প্রতীক বরাদ্দ ৯ মে। গাজীপুর সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।


More News Of This Category