নাটোর, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : নাটোর বিসিক শিল্প নগরীতে আজ অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে বারোটায় জেলা বিসিক কার্যালয় প্রাঙ্গনে মহড়া প্রত্যক্ষ করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা এবং পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান।
এ সময় জেলা প্রশাসক বলেন, তীব্র তাপদাহে জনজীবন এখন বিপর্যস্ত। এ সময়ে অগ্নিকান্ডের প্রবণতা বৃদ্ধি পায়। অগ্নিকান্ড প্রতিরোধে সচেতনতা সৃষ্টিসহ দুর্ঘটনায় সম্পদ ও প্রাণ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্যোগ অবস্থা প্রশমনে ফায়ার সার্ভিসসহ স্বাস্থ্য, কৃষি, মৎস্য এবং জনস্বাস্থ্য বিভাগের গৃহীত পদক্ষেপ আমরা সমন্বয় করছি।
বিসিক নাটোর জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি জানান, বিসিক শিল্প নগরীতে অবস্থিত ৩৬টি শিল্প প্রতিষ্ঠানে দুই শতাধিক শ্রমিক মহড়া পূর্ব প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
নাটোর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনের উপ সহকারী পরিচালক এ কে এম মুর্শেদ জানান, অগ্নিকান্ড প্রতিরোধে জেলার ছয়টি ফায়ার সার্ভিস ষ্টেশনের মাধ্যমে আমরা মহড়া আয়োজনসহ সচেতনতা সৃষ্টিতে কাজ করছি।