,

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৫ জন দগ্ধ

সাভার, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : উপজেলার আশুলিয়ায় আজ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়ায় তেঁতুলতলা এলাকার বিল্লালের অবৈধ মজুদ ও রিফিল কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।এসময় দগ্ধ ৫ জনকে উদ্ধার করে স্থানীয় নারী শিশু হাসপাতালে ভর্তি হয়। পরে তাদের উন্নত চিকিৎসার শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে পাঠানো হয়।
দগ্ধরা হলেন: বিল্লাল হোসেন (৩০), শরিফুল ইসলাম (২৫), নুরনবী (২৮), মাহলাম (২৬) ও সোহাগ (৯)। এদের মধ্যে বিল্লাল কারখানা মালিক ও বাকীরা কর্মচারী। আর শিশু সোহাগ কর্মচারী শরিফুলের ছেলে।
আশুলিয়া থানার এস আই মাসুদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তদন্ত করা দেখা হচ্ছে। উধ্বর্তন অফিসারের সাথে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গতঃ গত ৪ মে আশুলিয়ার উত্তর কাঠগড়া এলাকায় মিরাজ ও রাজীবের অবৈধ কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এঘটনায় ২ জন দগ্ধ হয়। ওই ঘটনার প্রায় ১০ দিন পর আজ একই ধরনের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।


More News Of This Category