,

নড়াইলে বিশ্ব মা দিবস পালিত

নড়াইল,  (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : জেলায় আজ বিশ্ব মা দিবস পালিত হয়েছে।  জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়।
রোববার সকাল ১০টায়  এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে কোর্ট চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর কাবিতা আবৃতি,সাস্কৃতিক অনুষ্ঠান ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী।
এসময় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী,  নড়াইলের মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার প্রমূখ।
বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, নারী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রাতনিধি, বিভিন্ন এলাকা থেকে আগত মা’সহ অনেকে উপস্থিত ছিলেন।


More News Of This Category