ওয়েলিংটন, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক) নিউজিল্যান্ডের মধ্য ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন লেগে ছয় জন প্রাণ হারিয়েছে। মঙ্গলবার আগুন লাগার ঘটনাটি ঘটে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স এ কথা জানিয়ে বলেন, এটি খুবই মর্মান্তিক।
প্রাণহানির সংখ্যা ছয়জনেরও বেশি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
অগ্নিনির্বাপককারীরা বলছেন, ৫২ জনকে উদ্ধার করা হয়েছে। এদের অনেককে ছাদ থেকে উদ্ধার করা হয়।