,

আশুলিয়ায় বাংলা টিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আশুলিয়া প্রতিনিধ, (এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪ডটকম) : 

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে জনপ্রিয় টিভি চ্যানেল বাংলা টিভির ৭ম বর্ষের পদার্পণ উপলক্ষে কনকর্ড গ্রুপের ফ্যান্টাসি কিংডম এর লিয়া কনভেনশন সেন্টারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি খন্দকার আলমগীর হোসেন নীরব এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চলচ্চিত্র খ্যাতিমান অভিনেতা প্রযোজক ও পরিচালক মনোয়ার হোসেন ডিপজল।

সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ তোফায়েল হোসেন সানির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ সুমন ভুঁইয়া, র‍্যাব ৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন, আশুলিয়া থানার পরিদর্শক (ওসি ইন্টেলিজেন্স ) মোঃ মিজানুর রহমান, আশুলিয়া থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম আরিফ, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া থানা কমিটির আহ্বায়ক মোকলেছুর রহমান কাজলসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন,বাংলা টিভি একটি জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল হিসাবে ইতিমধ্যে মানুষের মন জয় করেছে। বাংলা টিভির বিভিন্ন বিনোদন মুলক অনুষ্ঠান, সংবাদ প্রচার করে দেশের শীর্ষ স্থানীয় একটি টিভি চ্যানেল হিসাবে বাংলার জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এসময় তারা বাংলা টিভি সকল কলাকুশলী শুভানুধ্যায়ীসহ বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি খন্দকার আলমগীর হোসেন নীরব দীর্ঘায়ু কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সফল নির্বাচন কমিশনার চ্যানেল ২৪ এর অপু ওহাব, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ ভুঁইয়া সানি, সাংবাদিক জাহিন সিং, সাদ্দাম হোসেন, ইউসুফ আলী খান, আব্দুল্লাহ আল মারুফ, রিপন মিয়া, সোহেল রানা নাজমুল হক ইমু সহ সাভার আশুলিয়া ও ধামরাই এর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণসহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


More News Of This Category