,

চীনে রাস্তা থেকে গাড়ি ছিটকে পড়ে ১১ জনের মৃত্যু

বেইজিং, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক) : চীনের দক্ষিণাঞ্চলে শুক্রবার একটি গাড়ি পাহাড়িয়া রাস্তা থেকে উল্টে পানিতে পড়ে যাওয়ায় ১১ যাত্রী নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সিসিটিভি জানায়, চীনের গুয়াংজি প্রদেশে স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই গাড়িতে ১৪ জন যাত্রী ছিল। গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি জলাশয়ে পড়ে।
সেখানে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে এবং তিনজন প্রাণে বেঁচে গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।
খবরে বলা হয়, সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
ভিয়েতনামের সাথে লাগোয়া চীনা সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে।
কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
গত জানুয়ারিতে চীনের পূর্ব জিয়াংসি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৯ নিহত ও ২০ জন আহত হয়।


More News Of This Category