লন্ডন, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম/এএফপি) : মার্কাস রাশফোর্ডের সাথে চুক্তি নবায়নের নতুন পথ অচিরেই ম্যানচেস্টার ইউনাইটেড খুঁজে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্লাবটির কোচ এরিক টেন হাগ।
মাত্র সাত বছর বয়স থেকে ইউনাইটেডকে প্রতিনিধিত্ব করা রাশফোর্ডের সাথে বর্তমান চুক্তির মেয়াদ মাত্র এক বছর বাকি রয়েছে।
২৫ বছর বয়সী ইংলিশ এই ফরোয়ার্ড বছরের শুরুতে জানিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ডে থাকার জন্য তিনি প্রতি সপ্তাহে পাঁচ লাখ পাউন্ড দাবী করেছেন। কিন্তু তার সেই দাবী আমলে নেয়নি ক্লাব কর্তৃপক্ষ। বোর্নমাউথের সাথে ম্যাচের আগে গতকাল এক সংবাদ সম্মেলনে ইউনাইটেড ম্যানেজার টেন হাগ বলেছেন, ‘আমি জানি এই প্রক্রিয়ায় অনেক সময় লাগে। কিন্তু প্রক্রিয়াটি সম্পর্কে আমি কিছু বলতে চাইনা। আমার বা রাশফোর্ডের জন্য এই মুহূর্তে বিষয়টি মোটেই গুরুত্বপূর্ণ নয়। এবারের মৌসুমে সে দুর্দান্ত খেলেছে। সাথে পুরো দলই এবার দারুন ছন্দে রয়েছে। আমাদের অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগের পথে থাকতে হবে এবং এই মুহূর্তে একমাত্র গুরুত্ব সেটাই। মার্কাস আমাদের দলে থাকতে চায় এবং আমরাও তাকে ধরে রাখতে চাই। আমি বিশ্বাস করি আমরা একে অন্যের পথ খুঁজে নিতে পারবো।’
ক্লাবের বর্তমান মালিক যুক্তরাষ্ট্র ভিত্তিক গ্লেজার পরিবারে সিদ্ধান্তহীনতায় মূলত রাশফোর্ডকে নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছে। ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছুদিন ধরেই গ্লেজারদের কারনে ইউনাইটেড খুব একটা সুবিধা করতে পারছেনা। টেন হাগ বলেছেন, ‘আমরা পিছন থেকে আমাদের কাজ করে যাচ্ছি এবং অবশ্যই কঠিন কাজ করছি। কিন্তু এই মুহূর্তে সব কিছুই কার্যত ম্যাচকে ঘিড়ে গুরুত্ব পাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে খেলা ও এফএ কাপের ফাইনাল ছাড়া আমাদের সামনে এখন আর কিছু নেই। আমার কাছে সবসময়ই মনে হয় ট্রান্সফার মানেই অর্থ, আর ইউনাইটেডের কাছে সঠিক সিদ্ধান্ত নেবার জন্য যথেষ্ঠ অর্থ রয়েছে।’
ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ডার্বিতে সিটির মোকাবেলা করার পাশাপাশি প্রিমিয়ার লিগে শেষ তিনটি ম্যাচে নির্ধারিত হবে ইউনাইটেড আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে কিনা। সে দিক থেকে এই মুহূর্তে অসাধারণ এক সমাপ্তির পথে টিকে রয়েছে রেড ডেভিলসরা।
এবারের মৌসুমে লিগে এ পর্যায়ে আসতে ৯টি ম্যাচে পরাজিত হয়েছে ইউনাইটেড। টেন হাগ বলেছেন, আমি মনে করি এখানে কিছু কারন রয়েছে। তবে এক কথায় বলা যায় একটি বিষয় স্পষ্ট যে আমরা প্রতিটি ম্যাচেই নিজেদের উন্নতির চেষ্টা করেছি। এখনো তিনটি ম্যাচে আমাদের উন্নতির জায়গা রয়েছে। আগামী মৌসুমে আমাদের অবশ্যই আরো ভাল খেলতে হবে।’
১৯৯৯ সালে ঐতিহাসিক ট্রেবল জয়ী ইউনাইটেডকে কোনভাবেই আগামী ৩ জুন এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি ছেড়ে কথা বলবে না। এবার সিটির সামনে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। সিটিকে ট্রেবল জয়ের পথে বাঁধা দিতে ইউনাইটেড প্রস্তুত কিনা এমন প্রশ্নের উত্তরে টেন হাগ বলেছেন, ‘প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ শেষ হবার পর আমি পরবর্তী ম্যাচ নিয়ে চিন্তা করবো। তার আগে কোন কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে মনে হয় মৌসুমটা ভালভাবে শেষ করাই এখন সবার লক্ষ্য হওয়া উচিত। এর থেকে বেশী কিছু চাওয়ার নেই’।