ঢাকা, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টের তৃতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ১৬৬ রানে এগিয়ে বাংলাদেশ ‘এ’ দল।
সিলেট ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক গ্রাউন্ডে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ওপেনার সাদমান ইসলাম ৭৪, শাহাদাত হোসেন ৫০ রানে আউট হলেও ৬৪ রানে অপরাজিত আছেন ইরফান শুক্কুর। তার সাথে ১৪ রানে অপরাজিত আছেন নাইম হাসান। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭৪ রান।
প্রথম ইনিংসে ২৩৭ রানে অলআউট হয়েছিলো বাংলাদেশ। জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২৬৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন মাত্র ৭৭ রান যোগ করে ৩৪৫ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। এতে প্রথম ইনিংস থেকে ১০৮ রানের লিড পায় সফরকারীরা।
বল হাতে বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব ৫৯ রানে ৪টি ও সাইফ হাসান ৩৭ রানে ২টি উইকেট নেন।