,

রাশিয়ার ৮০টি কোম্পানির ওপর জাপানের নিষেধাজ্ঞা

টোকিও, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম ডেস্ক) : জাপান ৮০টি রাশিয়ান কোম্পানির উপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করছে। দেশটির সরকার শুক্রবার একথা জানিয়েছে।
নিষেধাজ্ঞার শিকার কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রাশিয়ান মোবাইল ফোন অপারেটর মেগাফোন, ফেডারেল সার্ভিস অফ মিলিটারি-টেকনিক্যাল কো-অপারেশন, রাশিয়ান ফাউন্ডেশন ফর অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস ইন দ্য ডিফেন্স ইন্ডাস্ট্রি, এনপিও লাভোচকিন ডিজাইন ব্যুরো, কামাজ ট্রাক মেকার, স্কোলকোভো ফাউন্ডেশন এবং স্কোলকোভো বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট।
জাপান সরকার বলেছে, এছাড়াও তারা শীঘ্রই ‘রাশিয়ার এমন কিছু আইটেমের রপ্তানি নিষিদ্ধ করবে যা দেশটির শিল্পের প্রসারে সহায়তা করে।’ তবে তাদের এসব পণ্যের তালিকা পরে তৈরি করা হবে।


More News Of This Category