গাজীপুর, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : জেলার শ্রীপুরে তুলা ও ঝুটের গুদামে গতরাতে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের হাজী মার্কেটের এলাকার সাদ্দামের ঝুটের গুদামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। গুদামের মালিক সাদ্দাম হোসেন ময়মনসিংহ জেলার সদর উপজেলার বুড়োচর গ্রামের বাসিন্দা। তিনি জায়গা ভাড়ায় নিয়ে ওই গুদামে মালামাল রাখতেন।
স্থানীয় বাসিন্দারা জানান , উপজেলার জৈনা বাজার-শৈলাট সড়কের হাজী মার্কেটের পাশে জায়গা ভাড়া নিয়ে মো. সাদ্দাম হোসেন টিন শেড তৈরি করে তুলাসহ গামেন্টসের পরিত্যক্ত ঝুট গুদামজাত করে রেখেছিল। রাত পৌনে ১০টার টার দিকে ওই ঝুট গুদামে আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।