“মোঃ জুয়েল রানা” কাশিমপুর প্রতিনিধ :
গাজীপুর মহানগরের কাশিমপুরে ছেলেদের আঘাতে বাবার মৃত্যু হয়েছে।
কাশিমপুর থানাধীন ৪নং ওয়ার্ডের সারদাগন্জ রাইচ মিল এলাকায় মঙ্গলবার (২০ জুন) ওসমান বেপারী(৮০) নামে এক বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জুন) সন্ধ্যায় ২ ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘাতে জড়িয়ে পড়ে। এসময় তাদের ডাক চিৎকারে পিতা ওসমান বেপারী এগিয়ে এলে দুই ভাইয়ের ধস্তাধস্তির মধ্যে পড়ে লাঠির আঘাতে চোখে ও নাকে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাশিমপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হসপিটাল পাঠায়, দুই দিন চিকিৎসার পর বাসায় ফিরে এলে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, ওসমান বেপারীর দুই স্ত্রীর ঘরে তিন ছেলে। প্রথম ঘরে শফিকুল(৪০) ও শরিফ(২৮) এবং ২য় ঘরে মাহাবুব( ৩৫)।
আপন দুই ভাই শফিকুল ও
শরিফের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা বিরাজ করলে শফিকুলের সৎ ভাই মাহবুব শরিফের পক্ষে এগিয়ে গেলে সংঘাতে রুপ নেয়। পরে তাদের ডাক চিৎকারে বাবা এগিয়ে গেলে লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পরে।
দুই পক্ষই, অপর পক্ষের লাঠির আঘাতে আহত হয়েছেন বলে দোষারোপ করছেন।
তবে বড় ভাই শফিকুল অপর আপন ভাই শরিফ ও সৎ ভাই মাহাবুবের নামে বাবা হত্যার অপরাধে ১৮৬০ সালের পেনাল কোডের ৩২৩/৩০২/৩৪ ধারায় কাশিমপুর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ১৬, তাং ২০/০৬/২৩। কাশিমপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম রাফি জানান, আসামী দুই ভাইকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে