,

ট্যানারিতে আসছে ট্রাক বোঝাই পশুর চামড়া

সাভার প্রতিনিধি ,(এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) :

সাভারের চামড়া শিল্প নগরীতে ঈদের দিন দুপুরের পর থেকেই কোরবানির পশুর কাঁচা চামড়া আসতে শুরু করেছে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ার কথা জানিয়েছেন।বৃহস্পতিবার রাজধানীসহ এর আশপাশের এলাকা থেকে ট্যানারিতে আসতে শুরু করে কোরবানির পশুর চামড়া।
এ বছর সারা দেশে গবাদি পশু কুরবানি হয়েছে ১ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ৩৩৩টি যা গত বছরের চাইতে ৪ লক্ষ ১১০০০ হাজার ৯৪৪টি বেশি গবাদি পশু কোরবানি হয়েছে।
গত বছরের চাইতে এবার চামড়ার দাম ৩টাকা টাকা বাড়ানো হয়েছে। ঢাকার ভিতরে প্রতি বর্গ চামড়ার নির্ধারণ করা হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা। আর ঢাকার বাইরের দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকা।
ট্যানারির এলাকাতে দেখা যাচ্ছে, ট্রাকে করে চামড়া আনছে মৌসুমি ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। চামড়া সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন ট্যানারি শ্রমিকেরা। শ্রমিকরা বিভিন্ন আকারে চামড়া বাছাইয়ের পর লবণ দেয়া হচ্ছে এইসব বাছাইকৃত চামড়াতে।
চামড়া প্রাথমিক সংরক্ষণের পর তা তুলে দেয়া হবে ড্রামে। এরপর পর্যায়ক্রমে চলবে চূড়ান্ত সংরক্ষণ। আরও একদিন এখানে লবণবিহীন কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। এরপর প্রায় মাসজুড়েই লবণ মাখা কাঁচা চামড়া সংগ্রহ করা হবে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত উল্লাহ বলেন, রাজধানী ঢাকার চামড়া ঈদের দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত সংগ্রহ করা হবে। তারপর সারা দেশের লবণ দেয়া চামড়া সংগ্রহ করা হবে। ঈদের সময় চামড়ার লোড বেশি হয়ে যায়, এ ছাড়া সিটিপির ওপরও চাপ বেশি পরে। এ কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে স্থানীয় একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, চামড়ার দাম গতবারের তুলনায় একটু বেশি হলেও সেটা ন্যায্য মূল্যের চেয়ে অনেক কম। তবে ট্যানারি মালিকরা বলছেন সরকার নির্ধারিত মূল্যেই চামড়া কেনা হচ্ছে।
ঢাকা হাইড এন্ড স্কিনস লিমিটেডের এক কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটি অনেক পরিমাণ গরুর চামড়া ও ছাগলের চামড়া কিনেছে।
এদিকে দেশের বিভিন্ন স্থানের মাদরাসা, এতিমখানাসহ মৌসুমী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের চুক্তি অনুযায়ী সাভার ট্যানারি শিল্প নগরীর কয়েকটি কারখানায় কাঁচা চামড়া সরবরাহ করলেও তাদের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন।


More News Of This Category