,

দায়িত্বরত পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : চট্টগ্রামের সাতকানিয়ায় দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন পুলিশ সদস্য বোরহান উদ্দিন। শনিবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বোরহান উদ্দিন চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে। সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মতো শনিবার সকাল থেকে সড়কে দায়িত্ব পালন করছিলেন বোরহান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ মাথা ঘুরে সড়কে পড়ে যান। পরে দ্রুত তাকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বোরহান উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ওই হাসপাতালটির চিকিৎসকরা জানিয়েছেন হার্ট অ্যাটাকে কনস্টেবল বোরহানের মৃত্যু হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


More News Of This Category