নিজস্ব প্রতিবেদক,
আজ সোমবার ঢাকা জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনিসুর রহমান যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন।
গত ১ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি চলবে আগামী ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
পরদিন ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সবশেষে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন, আমি চাই ভোটের মাধ্যমে মানুষ তাদের গণতান্ত্রিক ব্যবস্থার ব্যবহার করুক। ঢাকা-১৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছি এখানকার মানুষের অনুরোধে। আমি বিশ্বাস করি ঢাকা-১৯ (সাভার-আশুলিয়ার) মানুষ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন।