(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম):
ঢাকা-১৯ আসন, সাভারে আওয়ামী লীগের সাবেক এমপি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তালুকদার মো: তৌহিদ জং মুরাদের নির্বাচনী অফিস আগামীকাল মঙ্গলবার (১৯ ডসিম্বের) উদ্বোধন করা হবে।
ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ নির্বাচনী অফিস উদ্বোধন করা হবে সকাল ১০টায়।
জানা গেছে, হাজার হাজার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মটর শোভাযাত্রা সহকারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে রেডিওকলোনী প্রদক্ষিণ করে শিমুলতলায় এসে তার নির্বাচনী কার্যালয়ে প্রবেশ করবেন। এরপর তিনি অফিস উদ্বোধন করে তার নির্বাচনী প্রতীক ঈগল মার্কার প্রচার প্রচারণার কার্যাক্রম শুরু করবেন।