নিজস্ব প্রতিবেদক (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম): গাজীপুরের ১ আসনের নৌকা মার্কার প্রার্থী আ ক ম মোজাম্মেল সাহেব এর পক্ষে নির্বাচনী মত-বিনিময় করেন কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, ১৫ বছরের কর্মকান্ডকে মূল্যায়ন করে প্রতিপক্ষের অপপ্রচারের বিরুদ্ধে ৭ তারিখে ব্যালটের মাধ্যমে জনগণ জবাব দেবে।
তিনি রবিবার(২৪ ডিসেম্বর)রাত ৮.০০ ঘটিকার সময় কাশিমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ সব কথা বলেন। এ সময় আগামী নির্বাচনে এডভোকেট আ,ক ,ম মোজাম্মেল সাহেবকে সমর্থন ও নৌকা মার্কায় ভোট দিয়ে এবং জনগণের সামনে নৌকা মার্কার সফলতা বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে নিউজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের প্রতি সত্য এবং বস্তুনিস্ট নিউজ করার জন্য তিনি আহ্বান জানান ।
কাশিমপুর প্রেসক্লাবের সকল সাংবাদিককে সত্য ঘটনা উদঘাটন করে জনগণের সামনে নৌকার সমালোচনাকারীদের আসল রূপ বের করার আহ্বান জানান।
তিনি গাজীপুর মহানগরের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ দিয়ে বলেন ,বাংলাদেশ আওয়ামী লীগের গাজীপুরের যে সকল ব্যক্তিরা বিভিন্ন দল থেকে এসে আওয়ামী লীগ পরিবারের সদস্য হয়েছে সে সকল ব্যক্তিদেরকে নৌকা থেকে বের করে নিয়ে ট্রাক উঠিয়ে দিয়েছেন ।
যে কাজটি আমাদের জন্য একটি কষ্টদায়ক কাজ হতো সেই কাজটি জাহাঙ্গীর সাহেব অতি সহজে করে দিয়েছে। আওয়ামী লীগের পরিবারে এ সকল ব্যক্তিদেরকে চিহ্নিত করতে আমাদের আর কষ্ট হলো না, আমরা এই নির্বাচনের মাধ্যমে অতি তাড়াতাড়ি আওয়ামী লীগের বিরুদ্ধে কারা কারা আওয়ামী লীগের পরিবারে নাম লেখিয়ে অপকর্মের সাথে লিপ্ত থাকে সেটা আমরা পেয়ে গেছি।
উল্লেখ্য,আ ক ম মোজাম্মেল সাহেব ২৭ বছর বয়সে ১৯৭৩ সালে জয়দেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচীত হয়ে তিনি জনপ্রতিনিধির খাতায় নাম লেখান। এরপর তিনি টানা ৩৫ বছর চেয়ারম্যান ও পৌরসভার মেয়রসহ স্থানীয় জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ১৯৯৫ ও ২০০৩ সালে শ্রেষ্ঠ পৌর চেয়ারম্যান হিসেবে বিদেশে শিক্ষা সফর করেন। ২০০৮ সালে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচীত হয়ে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর থেকে তিনি টানা তিনবার সংসদ সদস্য ছিলেন। ২০১৪ সালে তিনি পুনঃরায় সংসদ সদস্য নির্বাচীত হয়ে সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ দীর্ঘ ১৫ বছর তিনি এ আসনের কালিয়াকৈর, কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন এলাকায় ব্যাপক উন্নয়নের স্বাক্ষর রেখে গেছেন।
এই নির্বাচনের মাধ্যমে পুনরায় গাজীপুর ১ আসনের সংসদ সদস্য হিসেবে আপনাদের সামনে আবারো যেন সম্মানের জায়গা নিয়ে আসতে পারে সেই ধরনের সর্বাত্মক সহযোগিতা করবেন। সাংবাদিক তাদের নিজস্ব গতিতে দেশের সকল কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবে ,সাংবাদিক আমাদের সকলের প্রিয় এবং সম্মানিত ব্যক্তি ।আমরা সাংবাদিকদেরকে সকল ধরনের সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকারবদ্ধ । আপনারা যারা বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাথে জড়িত আছেন ,আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে আমরা সর্বময় প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা স্বাধীন ভাবে কাজ করবেন।উপস্থিত সকল সাংবাদিকদের কে ধন্যবাদ জানিয়ে ওনার কথা শেষ করেন।