,

শেরপুরে দুস্থ ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণ

শেরপুর, (এবিসি ওয়ার্ল্ড নিউজ ২৪.কম) : জেলায় চলতি শীত মৌসুমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩১ হাজার ছয়শ’ ৫০ টি কম্বল বরাদ্দ দেয়া হয়েছে।
জেলার ভারপ্রাপ্ত ত্রাণ কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জানান, এবার অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩১ হাজার ছয়শ’ ৫০ টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। জেলায় ৫ টি উপজেলা, ৪ টি পৌরসভায় ও ৫২ টি ইউনিয়নে জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব কম্বল বিতরন করা হচ্ছে।
তিনি জানান, শেরপুর সদরে ৮ হাজার চারশ’ ৬০ টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। নকলা উপজেলায় ৬ হাজার পাঁচশ’ ৪২ টি, শ্রীবরদী উপজেলায় ৬ হাজার দুইশ’ ১০ টি, নালিতাবাড়ি উপজেলায় ৭ হাজার তিনশ’ ৮৬ টি এবং ঝিনাইগাতী উপজেলায় ৩ হাজার নয়শ’ ৯০ টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কম্বল বিতরণের লক্ষ্যে উপজেলা পর্যায়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে।


More News Of This Category