,

ভোলায় মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

ভোলা, (এবিসি ওয়ার্ক নিউজ২৪.কম): জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা আজ সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ইউএনওদের নিজ নিজ এলাকার বাজার মনিটরিং এবং অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার উপর জোর দেয়া হয়। সেই সঙ্গে যথা সময়ে জেলেদের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণের সিদ্ধান্তও নেয়া হয়।
সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ  ইব্রাহিম খলিল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসার দীপক হালদার, বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জহিরুল হকসহ প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।


More News Of This Category