গাজীপুর,(এবিসি ওয়ার্ক নিউজ২৪.কম): জেলার কালীগঞ্জে গতকাল ২৫০ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এছাড়াও কালীগঞ্জ পৌরসভা, উপজেলার নাগরী, তুমলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, মোক্তারপুর, জামালপুর ও বাহাদুরসাদী ইউনিয়নের ৫০টি করে ৪০০সহ মোট ৬৫০ জন শীতার্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক কেবিএম মফিজুর রহমান খান, জেলা আ’লীগ নেতা এ্যাড. আশরাফী মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, আব্দুল গণি ভূঁইয়া, আতিকুর রহমান ফারুক, পৌর কাউন্সিলর আফসার হোসেন, বাদল হোসেন প্রমুখ।
এছাড়া অন্যান্যর মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোস্তফা মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সমবায় কর্মকর্তা আতাউর রহমানসহ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধাসহ শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।