চাঁদপুর,(এবিসি ওয়ার্ল্ড নিউজ২৪.কম) : জেলার কচুয়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১৫ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি।
তিনি বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত তিনদিনে উপজেলার ১২টি ইউনিয়ন একটি পৌরসভা এবং এতিমখানায় ১৫ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। শেষদিন কচুয়া উপজেলার ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর গ্রহণ করা নানা উদ্যোগ ও অবদানের সেবা প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই উপভোগ করছেন। তিনি শুধু আওয়ামী লীগের নয়, সব মানুষের নেতা। অন্যদলের লোকদেরও সব ধরণের সুবিধা দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটোওয়ারী, ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র ও উপজেলা যুব লীগ সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা।
সেলিম মাহমুদ বলেন, আপনাদের বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছি নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা ও অসমাপ্ত কাজের বিষয়ে। আমি ৫০ বছরের জন্য পরিকল্পনা করে কচুয়ায় উন্নয়ন কাজ শুরু করবো। তবে উন্নয়ন কাজ করার ক্ষেত্রে জলাশয় ও পরিবেশ রক্ষার বিষয়টি চিন্তা করে করা হবে।